ড. ইউনূসকে যারা নামাতে চান, তারা দিল্লির রাজনীতি করেন: ফয়জুল করীম

 



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যারা ক্ষমতা থেকে নামাতে চান তারা দিল্লি ও ‘র’ এর রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।


শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় এক কর্মশালা শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।


ফয়জুল করীম বলেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারছে না। ইউনূস সরকার ভারতের গোলামী থেকে আমাদের মুক্তি করার চেষ্টা করছেন। ভারতের গোলামী থেকে বের হওয়ার হাজারো চেষ্টা চালাচ্ছেন তিনি। এটি ভারত সহ্য করতে পারছে না। এ জন্য ‘র’ আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার হয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করাতে চাচ্ছে। তবে এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থাতেই ‘র’-এর ফাঁদে জনগণ পা দেবে না।


তিনি বলেন, ড. ইউনূস সরকারকে যারা নামাতে চান, তারা এ দেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’ এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু।


‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত’; সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না-করাই ভালো। সেনাপ্রধানের তার দায়িত্বই পালন করা উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়।


করিডোর নিয়ে তিনি বলেন, ভারতের কোনো প্রেসক্রিপশন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয়, আমরা নেই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করবো, ভারতের স্বার্থে কাজ করবো না।


ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩