আদালতে শরীরে আগুন দেওয়ার চেষ্টা গৃহবধূর

 



ঝালকাঠিতে আদালতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছেন এক গৃহবধূ। এ সময় পুলিশ তাকে দ্রুত নিবৃত্ত করে। 


রোববার (২৫ মে) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। 


ওই গৃহবধূর নাম নসুরাত জাহান। তিনি নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের শাহ আলমের মেয়ে।


আদালত সূত্রে জানা গেছে, ১৭ মার্চ নিজের স্বামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নলছিটি থানায় একটি মামলা করেন নুসরাত জাহান। মামলায় তার স্বামীকে জেলহাজতে পাঠানো হয়। রোববার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে নুসরাত জাহানকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানান আল আমিন। এতে রাগ ও অভিমানে আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই নিজের গায়ে কেরোসিন ঢালেন। এ সময় দ্রুত পুলিশ তাকে উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন বলেন, নুসরাত জাহান তার স্বামী আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরাসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।


কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, স্বামীর বিরুদ্ধে মামলা করে আদালতে এক নারী গায়ে কেরোসিন ঢালেন। দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন। পরে মানসিক স্বস্তির জন্য তাকে কিছুক্ষণ বসিয়ে রেখে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩