মাটি খুঁড়তেই মিলল বান্ডেল বান্ডেল টাকা! 

 



বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিস থেকে ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।


শুক্রবার (১৬ মে) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক তিনটি অভিযানে এসব টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড় এলাকায় মাটি খুঁড়ে পাওয়া যায় ২ লাখ ৬৭ হাজার টাকা। একইভাবে করিম নামের এক ব্যক্তির বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। তাকেই এ ডাকাতির মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ বলে ধারণা করছে পুলিশ।


প্রসঙ্গত, গত ৯ মে ভোররাতে লামা উপজেলার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে হামলা চালায় দেশীয় অস্ত্রসজ্জিত একদল ডাকাত। তারা স্টাফদের মারধর ও বেঁধে রেখে অফিসের আলমারি থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। 


এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকাত দল লোহার একটি সিন্ধুক ভাঙারও চেষ্টা করেছিল। সেখানে তখন আরও সাড়ে তিন কোটি টাকা রাখা ছিল, তবে তা লুট হয়নি।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩