ভারতের ১৫টি আমের চালান বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

 



আমদানির নথিপত্রে অনিয়মের কারণে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, আটলান্টারসহ বিভিন্ন বিমানবন্দর থেকে ভারতের অন্তত ১৫টি আমের চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আমের পচন, ধ্বংস বা পুনঃরপ্তানির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা করছেন।


সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।


প্রতিবেদনে বলা হয়, এই আমগুলো ফিরিয়ে আনতে যে পরিমাণ খরচ গুনতে হবে, সে কথা ভেবে ফলগুলো যুক্তরাষ্ট্রেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। এই ঘটনা দুইদেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। 


জানা গেছে, এসব আম ৮ ও ৯ মে মুম্বাইয়ে নির্ধারিত পরিমাণ বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল। এই প্রক্রিয়ায় ফলকে নিয়ন্ত্রিত রেডিয়েশনের মাধ্যমে কীটপতঙ্গ ধ্বংস করা হয় এবং সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। মার্কিন কর্মকর্তারা যে নথিপত্র চেয়েছিলেন, তাতে ত্রুটি ছিল। যদিও আমগুলোতে প্রকৃতপক্ষে কোনো কীটপতঙ্গের উপস্থিতি চেয়ে সমস্যা হয়েছিল কেবল পেস্ট কন্ট্রোল সংক্রান্ত প্রশাসনিক নথিতে ভুলের কারণে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,

ব্রা- এর অর্থ কি? অনেকেই জানেন না।জানলে অবাক হবেন।

বাংলা ৬ সিনেমায় বাস্তবেই সহবাস করতে হয়েছে নায়ক-নায়িকার