সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একাউন্ট জব্দ
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী শিরিন আকতার, মেয়ে ফারজানা আক্তারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
দুদক আদালতকে বলেছে, এই ৯ ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৯৬ টাকা। এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তরের চেষ্টা করা হআদালত শুনানি নিয়ে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদসহ মনোনয়ন-বাণিজ্য, নিয়োগবাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Comments
Post a Comment