লাথি দিয়ে বাচ্চা নষ্টের অভিযোগ, মুখ খুললেন প্রিন্স মামুন


 


আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে নতুন বিতর্ক। এবার টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এই টিকটকার জুটি।

 

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।


তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। 


রোববার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। আপনারা মনে করেন আমিই ভিলেন। কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?


তিনি যোগ করেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে! এই তিনটি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল। 


আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরও কোনো অভিযোগ করিনি। সে (মামুন) আমার কাছ থেকে অনেক গুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি, বাড়ি কিনে দিতে হবে সেইজন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে।


ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসা কথাও জানান লায়লা। অভিনেত্রীর ভাষ্য, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এইটা ডাক দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক। যদি বলে বাম দিক তাহলে বাম দিক। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলেন।


এদিকে লায়লার অভিযোগের বিষয়ে আরটিভির সাথে প্রিন্স মামুনের কথা হলে তিনি বলেন, সত্যি বলতে আমি  এখন একদম অসহায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লায়লা। বাচ্চা নষ্টের কথা বলছে এটাও পুরো মিথ্যা। এতোদিন তো এইসব বলে নাই তাহলে আজকে কেন হুট করেই এইসব বলছে? শুধু তাই নয় টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজ পত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছে। দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেইল করেই যাচ্ছে।


বার বার মিথ্যা মামলা দিয়ে বার বার আমাকে হয়রানি করছে উল্লেখ করে তিনি বলেন, একজন মহিলা হিসেবে যত ধরনের সুবিধা  নিচ্ছে লায়লা।  বারবার মালমার হুমকি দিয়ে শারীরিক চাহিদা মেটাতো তার। এমন কি আত্মহত্যার হুমকিও দিতো আমাকে ফাঁসানো জন্য। 


মামুন আরও বলেন, লায়লা আমাকে ব্যবহার করতো। আমাকে তার কথা মত চলতে আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করতো। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,

ব্রা- এর অর্থ কি? অনেকেই জানেন না।জানলে অবাক হবেন।

বাথরুমে ওজু বা নামাজ পড়া যাবে?