ক্ষমা চাইলেন ইশরাক হোসেন

 



একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তোলা ছবি ছড়ানোর পর সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।


সোমবার (১৯ মে)  সন্ধ্যায় ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘বিতর্কিত ব্যক্তি’ বলে অভিহিত করেছেন।


পোস্টে  ইশরাক লিখেছেন, গত শুক্রবার একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, কার হাতে পুরস্কার তুলে দিতে হবে, তা তার জানা ছিল না।


সেই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর সাথে ইশরাকের  ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখান বিএনপির নেতাকর্মীরা।


বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানও।


সোমবার ফেসবুকে তার ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের স্ক্রিনশট জুড়ে দেন তিনি। যেখানে বলা হয়েছে, ওই সময় অবরুদ্ধ খালেদা জিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করেন চঞ্চল চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা। ওই বিক্ষোভে তারা দাবি করেন, খালেদা জিয়া পেট্রোল বোমা হামলা করেছেন এবং সেগুলো যেন তিনি বন্ধ করেন।


মারুফ কামাল খান তার পোস্টে বলেন, এই ছবিখানা দেখিয়া মনটা বড়ই বিগড়াইয়া গেল। বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করতাম তখন। তিনি এবং আরো অনেকের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে আমিও আটকা পড়েছিলাম। শেখ হাসিনার অনুগত পুলিশ বাইরে থেকে তালা মেরে আমাদেরকে তিন মাস অবরুদ্ধ করে রেখেছিল।


এমন পরিস্থিতি ইশরাক ক্ষমা চেয়ে তার ফেইসবুক পোস্টে লেখেন, অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলামই না। ২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিলো। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষকদের জন্য মন্ত্রণালয়ের কড়া বার্তা

সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ