৩ ঘণ্টার মধ্যেই পিছু হটতে বাধ্য হয় ভারত’

 



পেহেলগামে হামলাকে কেন্দ্র করে টানা ১৯ দিনের উত্তেজনা সংঘাতে রূপ নেওয়ার পর গত ১০ মে যুদ্ধবিরতে সম্মত হয় ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হলেও উভয় দেশই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ধরে যুদ্ধবিরতি ঘটিয়ে মুখ রক্ষা করে দিল্লি। এবার যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।


শুক্রবার (১৬ মে) দেশটির করাচিতে সিন্ধু পরিষদের ফ্লোরে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পিছু হটতে বাধ্য হয়েছিল ভারত।


মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ আরও বলেন, ১০ মে রাতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে অপারেশন বুনিয়ান-উম-মারসুস শুরু করে। অভিযানের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ২৬টি ভারতীয় স্থানে আঘাত করে। অভিযান শুরু হওয়ার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করেন। এরপর সকালে রুবিও জানান ভারত যুদ্ধ থামাতে ইচ্ছুক।


তিনি বলেন, ৮ মে ভারতীয় ড্রোন হামলার ফলে সিন্ধুতে প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এই আগ্রাসনের সময় আমরা ৮৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছি।


উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে, হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও। 


এ নিয়ে দু’দেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকি সংঘাতে রূপ নিয়েছে। গত ৬ মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর ১০ মে ভোরে ফের পাকিস্তানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি। এর জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ। ব্যবহার করা হয় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র। 


পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে ১০ বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতির কথা জানান।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,

ব্রা- এর অর্থ কি? অনেকেই জানেন না।জানলে অবাক হবেন।

বাথরুমে ওজু বা নামাজ পড়া যাবে?