হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য, সারজিসকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের শপথগ্রহণ সংক্রান্ত রিট খারিজের পর ফেসবুক স্ট্যাটাসে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সারজিস আলমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
শনিবার (২৪ মে) মো. জসিম উদ্দিন নামে আইনজীবীর দেওয়া লিগ্যাল নোটিশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। যা নিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস আলম।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তখন লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’
যদি বৈদেশিক কোনো ষড়যন্ত্রের কারণে, ঘরোয়া কোনো চাপের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসেরকে পদত্যাগ করানো হয়, তবে ছাত্র-জনতা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক মেহরাব সিফাত।
Comments
Post a Comment