ভারতে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

 



ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।


রোববার (১৮ মে) তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, মজনু গাজী (৫২), মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০) ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এরমধ্যে মজনুর বাড়ি খুলনার দৌলতপুরে। ইদ্রিস আলীর বাড়ি খুলনার বেতকাশিতে, তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব। আর মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।


জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে রহড়া থানা পুলিশ। ৫ দিন আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আজ (রোববার) তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার সময় বিষয়টি সামনে আসে। 


আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা। পরে পুলিশের হাত থেকে বাঁচতে রাজ্যের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। তবে, গোয়েন্দাদের কাছ থেকে ওই তিন বাংলাদেশির ছবিসহ তথ্য আসে রহড়া থানা পুলিশের কাছে। সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,

ব্রা- এর অর্থ কি? অনেকেই জানেন না।জানলে অবাক হবেন।

বাংলা ৬ সিনেমায় বাস্তবেই সহবাস করতে হয়েছে নায়ক-নায়িকার