ঈদে ঘরমুখো মানুষের জন্য সেতু বিভাগের বিশেষ প্রস্তুতি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ মে) সেতু বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, মোহাম্মদ আবদুর রউফ।
সভায় অংশ নেন সেতু বিভাগের বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
ঈদের সময় সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু রাখতে নির্দেশ দেন সচিব। যেন ইটিসি কার্ডধারী যানবাহন দ্রুত ও নির্বিঘ্নে সেতু পার হতে পারে। এ ছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু ও স্থাপনায় সার্ভিল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোর ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করতে সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশনা প্রদান করেন তিনি।
সচিব বলেন, চলমান প্রকল্পের কাজ যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ ছাড়া, ঈদের সময় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
টোল বুথে দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত ভাংতি টাকা সংরক্ষণ এবং ফিটনেসবিহীন বা লাইসেন্সবিহীন যানবাহন যেন সেতু বা সড়কে চলাচল না করে, সে বিষয়ে গাড়ির মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন।
সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাকসমূহ ঈদের আগে ও পরে ৭ দিন চলাচল সীমিত রাখা এবং ঈদের ৩ দিন আগে থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। তবে, খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি ও পচনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহনের চলাচল ও নির্মাণ কাজে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
কোরবানির পশুবাহী যানবাহনকে Weighing Scale Machine-এর আওতামুক্ত রাখা এবং রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বিবেচনায় পশু ব্যবসায়ী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করা হয়।
সেতু বিভাগের এই উদ্যোগের ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন।
Comments
Post a Comment