ভারতে ফের করোনার হানা; কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

 



ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। খবর গালফ নিউজের।বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। এর মধ্যে কেরালায় ৯৫, তামিলনাড়ুতে ৬৬ এবং মহারাষ্ট্রে ৫৬ জন আক্রান্ত রয়েছেন। মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি এই তিন রাজ্যে।


দীর্ঘ সময় পর দিল্লিতে ফের কোভিড সংক্রমণ দেখা দিয়েছেপ্রায় তিন বছর পর সেখানে ২৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যা প্রশাসনের চিন্তার কারণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট (JN.1) এই নতুন সংক্রমণের পেছনে দায়ী হতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একে এখনও 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে চিহ্নিত করেনি।


বর্তমান কোভিড আক্রান্তদের বেশিরভাগই হালকা উপসর্গে ভুগছেন এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।


সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি ইত্যাদি। বেশিরভাগ রোগী ৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং জানিয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। রাজ্যগুলিকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩