শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

 



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।


শুক্রবার (১৬ মে) বেলা দুপুরে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই মামলার অগ্রগতির বিষয়ে জানতে রোববার (১৮ মে) দুপুরে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল থানায় প্রবেশ করে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান।


এর আগে, বেলা ১১টায় আন্দোলনকারীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন এবং সেখান থেকে শাহবাগ থানার দিকে রওনা হন।


উল্লেখ্য, গত শুক্রবারও সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ঘেরাও কর্মসূচি পালন করেন আইইআর-এর শিক্ষক ও শিক্ষার্থীরা। সেদিন প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে মামলার অগ্রগতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩