দিল্লিতে ৭ দিনে ১২১ বাংলাদেশি গ্রেপ্তার!

 



ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ৭ দিনে ১২১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে সেখানকার পুলিশ। 


দিল্লি পুলিশ বলছে, গ্রেপ্তাররা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।


শুক্রবার (২৩ মে) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা। 


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে দিল্লির আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর ও শাহবাদ ডেয়ারি শিল্পাঞ্চলে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল। এসব অভিযানে সর্বমোট ৮৩১ জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর ১২১ জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়। 


পুলিশ জানিয়েছে, ওই অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে। 


গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। 


অনুপ্রবেশকারীদের সহায়তায় ভারতে একটি সুসংগঠিত চক্র কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মূলহোতাদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩