হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার 

 



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ কর্মী খাইরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠায়। 


সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান।


গ্রেপ্তার হওয়া খাইরুল ইসলামের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ ছাড়াও গার্মেন্টস ব্যবসায়ী সৈয়দ রিয়াজুল করিমকে হত্যাচেষ্টারও মামলা রয়েছে।


এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, খায়রুল ইসলামকে নগরের মোগরখাল এলাকা থেকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রোববার গাজীপুর আদালতে পাঠানো হয়। 


উল্লেখ্য, গত ৪ মে সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার দিকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে তার গাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়। এ সময় তিনি আহত হন। ওই ঘটনায় গাজীপুরের এনসিপি প্রতিনিধি আল আমিন বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত লোকজনকে আসামি দিয়ে জিএমপির বাসন থানায় মামলা দায়ের করেন।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩