একবার চার্জে টানা ৩ দিন চলবে এই দুই বাজেট সাশ্রয়ী স্মার্টফোন
বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা নকিয়ার দুটি মডেলের স্মার্টফোন বাজারে এসেছে। দুটি স্মার্টফোনের সঙ্গেই উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস।
বাংলাদেশে নকিয়ার একমাত্র অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত নকিয়ার ফোনগুলো বাজেট সাশ্রয়ী। একবার চার্জে টানা তিন দিন চলবে নকিয়ার সি৩২ ও সি২২ স্মার্টফোন দুটিনকিয়ার সি৩২ (৭ জিবি+৬৪জিবি) ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০ x ১৬০০। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ছাড়া ফোনের সঙ্গে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস। কালো ও সবুজ রঙে মডেলটির দাম ১৩ হাজার ৪৯৯ টাকা।অপর মডেল সি২২ (৫ জিবি+৬৪ জিবি) ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০ x ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির এই মডেলে আছে মজবুত ধাতব কাঠামো, ২.৫ডি টাফেনড গ্লাসের সামনের অংশ এবং পেছনটা পলিকার্বনেটের। ফোনের সঙ্গে থাকছে টি–শার্ট ও এক্সক্লুসিভ ইয়ারবাডস উপহার। কালো ও স্যান্ড—এই দুটি রঙের মডেলের ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
Comments
Post a Comment