গাজায় অনেকেই অভুক্ত, তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে

 



গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


আবুধাবি সফর শেষে ট্রাম্প বলেন, আমরা গাজার দিকে নজর রাখছি এবং সেখানকার দেখভাল করবো। অনেক মানুষ অভুক্ত।


বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তারা বলছে, আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে এবং হামলা অব্যাহত রয়েছে।


১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় হামলা শুরুর পর গাজায় অন্তত ২ হাজার ৮৭৬ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রথম বিদেশ সফর হিসেবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে গেছেন, তবে ইসরায়েল এই তালিকায় নেই। 


তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে: নতুন রিপোর্ট গত বছর বিশ্বে ২৯ কোটি ৫০ লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছিল, বিভিন্ন স্থানে সংঘাত ও সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৫ সালেও এ অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে আশঙ্কা মানবাধিকার দাতব্য সংস্থাগুলোর।


শুক্রবার জাতিসংঘ সমর্থিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ২৮ কোটি ১৬ লাখ।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩