চিকেন নেক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলাদেশের বিতর্কিত মানচিত্র প্রকাশ
চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা। চিকেন নেক করিডোর নিয়ে যারা হুমকি দেয়, তাদের জানা উচিত যে- বাংলাদেশেরও দুটি সংকীর্ণ এলাকা আছে। তা আরও অধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে তিনি বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছেন। তাতে তিনি পুরো রংপুর বিভাগকে আলাদা করে ফেলার হুমকি দিয়েছেন। একই সঙ্গে ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোরকেও মার্ক করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর শিরোনামে বলা হয় ‘আসামস হিমান্ত শর্মা শেয়ারস বাংলাদেশজ ম্যাপ উইথ ‘টু চিকেন নেকস’। অর্থাৎ বাংলাদেশের ‘দুটি চিকেন নেক’ যুক্ত মানচিত্র শেয়ার করেছেন আসামের হিমান্ত বিশ্বশর্মা। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কয়েক সপ্তাহ আগে ভারতের ‘চিকেন নেক’ নিয়ে বক্তব্য দেন। এরপরই হিমান্ত বিশ্বশর্মা বিবৃতি দিয়েছেন। এতে আরও বলা হয়, ভারতের চিকেন নেক করিডোর নিয়ে যারা স্বভাবসিদ্ধভাবে হুমকি দেয় তাদেরকে আক্রমণ করে রোববার বক্তব্য দিয়েছেন হিমান্ত বিশ্বশর্মা। যারা এমন হুমকি দেয়, তাদের উদ্দেশে তিনি বলেছেন- তাদের জেনে রাখা উচিত বাংলাদেশেরও দুটি সংকীর্ণ সরু ভূমি আছে। এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ।উল্লেখ্য, সম্প্রতি চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন। এই চিকেন নেক হলো ভারতের বাকি অংশকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে শিলিগুড়িতে। আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা বলেছেন, বাংলাদেশের প্রথম ‘চিকেন নেক’ হলো ৮০ কিলোমিটার দীর্ঘ ‘নর্থ বাংলাদেশ করিডোর’। এটা দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল। নিজের এক্স একাউন্টে তার দাবি করা এই করিডোরের একটি বিস্তারিত মানচিত্রও প্রকাশ করেছেন। ভারতের করিডোরের বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন ‘এখানে কোনো রকম বিঘ্ন হলে পুরো রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে’। তিনি আরও বলেন, দ্বিতীয় করিডোর হলো ২৮ কিলোমিটার দীর্ঘ ‘চট্টগ্রাম করিডোর’। এটি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। চট্টগ্রাম ও ঢাকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন- ‘ভারতের চিকেন নেকের চেয়ে এই করিডোর আকারে ছোট। এটা বাংলাদেশের অর্থনীতির রাজধানী ও রাজনৈতিক রাজধানীর একমাত্র যোগসূত্র’। তিনি আরও বলেন, ভারতের শিলিগুড়ি করিডোরের মতোই আমাদের প্রতিবেশী এ দেশটিও তাদের দুটি সরু করিডোর দিয়ে ঘেরা। আমি কেবল ভৌগোলিক তথ্য উপস্থাপন করছি, যা কেউ ভুলে যেতে পারেন।
Comments
Post a Comment