চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলায় গ্রেপ্তার ২, মামলা
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলায় গ্রেপ্তার ২, মামলা
চট্টগ্রামে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নগরের জামালখানে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন- বিজিসি ইউনিভার্সিটির শিক্ষার্থী ওবায়দুর রহমান ও হকার মো. সেলিম। এর আগে বুধবার রাতে তাদের ছাড়িয়ে নিতে নগরের কোতোয়ালি থানার সামনে আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’। হামলার সময় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের এক নারী নেত্রীকে লাথি দেওয়া যুবককে শনাক্তে কাজ করছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর ‘হামলার’ প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ আহ্বান করে গণতান্ত্রিক ছাত্র জোট। বিকেল তিনটায় তারা সেখানে জড়ো হলে এন্টি শাহবাগ মুভমেন্টের ব্যানারে একদল যুবক হামলা চালায়। এতে ১৫ জন আহত হন।
হামলার একটি ভিডিওতে নগরের জামালখান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে এক যুবক শুরুতে এক যুবককে লাথি মারেন। পরে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি অ্যানি চৌধুরীকে লাথি মেরে ফেলে দেন।
একজন নারীকে এভাবে লাথি মারার ঘটনায় দেশজুড়ে সমালোচনা তৈরি হয়। অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। তবে ওই ঘটনায় তাদের কেউ ছিল না বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মো. তানজীর হোসেন ও সেক্রেটারি মুমিনুল হক।
Comments
Post a Comment