সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা সারজিস আলমের
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন।
পোস্টে কয়েকটি আনপপুলার তথ্য উল্লেখ করে সারজিস আলম লেখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন। সেখানে ভর্তি থাকা আন্দোলনে আহতদের তিনি দেখতে গেছেন। এই সংখ্যা অন্যান্য সব উপদেষ্টার সম্মিলিত ভিজিটের চেয়েও বেশি।
তিনি আরও লিখেছেন, সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে ঢাকা সিএমএইচে। চিকিৎসা খাতে ব্যক্তি-প্রতি সর্বোচ্চ ব্যয়ও হয়েছে এখানেই।
আহত ও শহীদ পরিবারের সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।
Comments
Post a Comment