৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই ২০২৫ বুধবার।
খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট ২০২৫ বুধবার বিকাল ৪টা পর্যন্ত। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট ২০২৫ সোমবার বিকাল ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র বিতরণের শুরু হবে ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার থেকে প্রতিদিন ১৮ আগস্ট ২০২৫ সোমবার পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট ২০২৫ বুধবার। এরপর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১টা।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট ২০২৫ সোমবার দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার বিকাল ৪টা।
এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
ডাকসু: সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভাকক্ষে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
Comments
Post a Comment