চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

 



চাঁদপুরের মতলব উত্তরে পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেঙ্গারচর বাজার বণিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মান্নান লস্কর মতলব উত্তর ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি। চাঁদাবাজির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন ও মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পেলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। এছাড়া তিনি জেলা বিএনপিরও সদস্য, সে হিসেবে জেলা বিএনপির নেতৃবৃন্দেরও বিষয়টি দেখার আছে। আমাদের দল কোনো সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না।

এর আগে সোমবার (২৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


জেলা ডিবির ওসি মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে আইনি ব্যবস্থার জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩