এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের

 



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ কিংবা ভারত-পাকিস্তানে সংঘাত নিজ উদ্যোগে থামাতে পারলেও রাশিয়াকে তিনি দমাতে পারেননি। ট্রাম্প বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে প্রতিবারই তা উপেক্ষা করেছেন পুতিন। এবার ফের একটি কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে তিনি রাশিয়াকে ১০-১২ দিনের আলটিমেটাম দিয়েছেন। সোমবার স্কটল্যান্ডে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি পুতিনের বিরুদ্ধে এই সময়সীমা বেঁধে দেন। নতুবা রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে ৫০ দিনের একটি আলটিমেটাম দিয়ে রেখেছিলেন ট্রাম্প। নতুন ঘোষণার মাধ্যমে সেই সময়সীমা কমে এলো।


 ট্রাম্পের আলটিমেটামের পরই মঙ্গলবার রাতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ২৫ জন নিহত হন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা ‘ইচ্ছাকৃত’ ছিল।

স্কটল্যান্ডের ওই বৈঠকে পুতিনকে নিয়ে নিজ হতাশার কথাও ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, ‘রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে পুতিনকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে। এখন আর অপেক্ষা করার সময় নেই।’


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের আলটিমেটামের প্রশংসা করেছেন। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন করা সম্ভব।’

ট্রাম্পের আলটিমেটামের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পুতিনের ঘনিষ্ঠ ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে ‘আলটিমেটাম খেলা’ শুরু করেছেন। এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেও যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি ও যুদ্ধের পদক্ষেপ।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩