অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়েছে কিনা জানবেন যেভাবে
বর্তমানে হ্যাকাররা নানাভাবে স্মার্টফোন হ্যাক করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারকরাও তত বেশি নতুন কৌশল বের করছে। হ্যাকড ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস ছড়িয়ে ব্যবহারকারীর গোপন তথ্য চুরি করা হচ্ছে এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ঘটনাও ঘটছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস সাময়িকী ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হলে কয়েকটি লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। ব্যবহারকারীরা এসব লক্ষণ লক্ষ্য করলেই সতর্ক হওয়া জরুরি।
ফোন হ্যাক হওয়ার লক্ষণগুলো:
.ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া
স্বাভাবিক ব্যবহারের তুলনায় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে এটি হ্যাক হওয়ার ইঙ্গিত হতে পারে। অনেক সময় ফোন বন্ধ থাকলেও ভেতরে ভেতরে ক্ষতিকর সফ্টওয়্যার চালু থাকে। এ ধরনের পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।
.অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা আসা
বারবার অচেনা নম্বর থেকে কল বা মেসেজ এলে সতর্ক হতে হবে। আবার ব্যবহারকারীর অজান্তে ফোন থেকে অন্য কাউকে কল বা মেসেজ চলে গেলে এটি বিপদের সংকেত। এমন হলে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে।
.ফোন বিল বা ডাটাপ্যাক হঠাৎ বেড়ে যাওয়া
স্বাভাবিক ব্যবহারের তুলনায় ফোন বিল বা ডাটা খরচ হঠাৎ বেড়ে গেলে এটি ফোন হ্যাকের লক্ষণ। কারণ পেছনে লুকিয়ে থাকা অ্যাপ বা সফ্টওয়্যার আপনার তথ্য চুরি করতে সক্রিয় থাকে।
. অবাঞ্ছিত পপ-আপ বিজ্ঞাপন আসা
ফোনে হঠাৎ বিভিন্ন পপ-আপ বিজ্ঞাপন, মেসেজ বা অচেনা লিঙ্ক দেখা দিলে বুঝতে হবে ফোনে ম্যালওয়্যার বা অ্যাডওয়্যার ঢুকেছে।
. গ্যালারিতে অচেনা ছবি বা ফাইল ঢুকে যাওয়া
যে ছবি বা ফাইল আপনি তোলেননি বা কেউ পাঠাননি, সেটি যদি হঠাৎ গ্যালারিতে দেখা যায় তবে এটি ভাইরাস বা হ্যাকড হওয়ার শক্ত ইঙ্গিত।
করণীয়: এ ধরনের লক্ষণ দেখা দিলে অবিলম্বে ফোনের সিকিউরিটি চেক করা উচিত। পাশাপাশি সাইবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে হ্যাকারদের হাত থেকে ব্যক্তিগত তথ্য রক্ষা করা সম্ভব হবে।
Comments
Post a Comment