শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

 



বিভিন্ন দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে গিয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।


ডিএমপি কমিশনার বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অপৃতিকর যে ঘটনা ঘটানো হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং দুঃখপ্রকাশ করছি। 


অপ্রীতিকর এই ঘটনার জন্য আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান মো. সাজ্জাত আলী।


আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সবাইকে অনেক অনেক স্নেহ-ভালোবাসা এবং তোমরা ভালো থাকো আমি এই কামনা করি।


এর আগে, এদিন সন্ধ্যায় উপদেষ্টা ফাওজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্য প্রতিনিধি দল। বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকালে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে।


বৈঠক শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে।

উল্লেখ্য, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশপাশের সব সড়ক অচল হয়ে পড়ে। 


এরপর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানেগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য