এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

 



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন আজ। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধিদল সফরে যাবেন।



প্রতিনিধিদলে থাকা অন্য সদস্যরা হলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এর আগে গত শুক্রবার সামান্তা শারমিন বলেন, ২৬ আগস্ট আট সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাবে। দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম, শিল্পকারখানা পরিদর্শন করবে। এ ছাড়া চীনের উন্নত শহর চংকিংয়েও সফর করবে দলটি। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।



যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ বলেন, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।

চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য