সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর

 



সরকারি চাকরিতে শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে এবার ১০-১২তম গ্রেডের নিয়োগেও অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এতে স্বাক্ষর করেন।

সরকারি চাকরিতে শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে এবার ১০-১২তম গ্রেডের নিয়োগেও অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করেছে সরকার।নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। মূল তালিকার কোনো প্রার্থী যদি যোগ না দেন বা চাকরি ছেড়ে দেন, তাহলে এই তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে। এই অপেক্ষমাণ তালিকার মেয়াদ থাকবে এক বছর।


এর আগে ২০২৩ সালের এপ্রিলে ১৩-২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা চালু করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১০ থেকে ২০তম গ্রেডের সব নিয়োগের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।


জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়মের ফলে সরকারি দপ্তরে দীর্ঘদিন পদ খালি থাকবে না এবং চাকরিপ্রার্থীদেরও বারবার আবেদন করতে হবে না। এতে সরকার এবং প্রার্থীদের খরচ উভয়ই কমবে।পরিপত্রে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রতিটি পদের জন্য পরীক্ষার মেধা অনুযায়ী প্রার্থীদের নাম সিলগালা করা খামে সংরক্ষণ করা হবে। কোনো পদ ফাঁকা হলে প্রার্থীকে ফোন, এসএমএস বা ডাকযোগে জানানো হবে। তবে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের জ্যেষ্ঠতা মূল নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে গণ্য হবে। একই দিনে একাধিক প্রার্থী নিয়োগ পেলে মেধাক্রম, বয়স বা শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য