শরীয়তপুরে বিয়ে ভেঙে যাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

 



শরীয়তপুরের ভেদরগঞ্জে বিয়ে ভেঙে যাওয়ায় স্বার্নালী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।


বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার ৬নং গৈড্যা গ্রামে এ ঘটনা ঘটে।


স্বার্নালী ওই গ্রামের মুদী ব্যবসায়ী মো. সামসু বেপারির মেয়ে। সে ভেদরগঞ্জ হেড কোয়াটার পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পাস করেছে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক মাস আগে স্বার্নালীর বিয়ে ঠিক হয়েছিল। পাত্রপক্ষের কাছে কেউ একজন স্বার্নালীর ফেসবুক থেকে একাধিক ছবি পাঠালে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়। অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।


স্বার্নালীর বাবা মো. সামসু বেপারী জানান, গত এক মাস আগে তার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের তারিখও পড়েছে। ছেলে পক্ষের কাছে ফেসবুকের কিছু ছবি কেউ একজন পাঠিয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে পক্ষ বিয়ে ভেঙে দেয়। এটা আমার মেয়ে সহ্য করতে পারেনি। তাই কাউকে কিছু না জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য