এনসিপির পদ ছাড়লেন ৪ নেতা

 



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন চার নেতা। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা নিজেদের পদত্যাগের কথা জানান। 


পদত্যাগ করা নেতারা হলেন এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ। পদত্যাগের কারণ হিসেবে সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকাকে উল্লেখ করেছেন তারা।

এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান বলেন, ‌‘সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে পদত্যাগ করেছি। উপজেলা পর্যায়ের এনসিপির কিছু নেতা অনিয়ম ও দুর্নীতির সঙ্গেও জড়িয়ে পড়েছেন। আমাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’


এ বিষয়ে জানতে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে এনসিপির ময়মনসিংহ জেলা সমন্নয় কমিটির প্রধান সমন্নয়কারী জাবেদ রাসিন বলেন, ‘পদত্যাগের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে পদত্যাগের কারণ জানার চেষ্টা করছি।’

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য