মদ্যপানে প্রতিবাদ করায় শিক্ষককে মারধর
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ায় এক আবাসিক এলাকায় জনসমক্ষে মদ্যপানের প্রতিবাদ করার পর একজন কলা শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় লাঞ্ছিতের দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনায় শিক্ষক নিরুপম পাল অভিযোগ দায়ের করার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৪ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ আগস্ট) একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিরুপম পাল দেখেন কয়েকজন যুবক রাস্তার পাশে মদ্যপান করছেন। তিনি তাদের প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করলে তখন অভিযুক্তরা তাকে মারধর করে।
নিরুপম পালের আত্মীয় রনি পাল বলেন, আমি তখন ঘুমিয়েছিলাম। মামা আমাকে ফোন করে বলেন যে তাকে মারধর করা হয়েছে। আটজন যুবক ও একজন নারী এখানে মদ্যপান করছিলেন। মামা তাদের বলেন যে দিনের বেলায় এভাবে প্রকাশ্যে মদ্যপান করা উচিত নয়। এরপর তারা তাকে চড় ও ঘুষি মারে। তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। এরপর আশপাশের মানুষজন তাকে উদ্ধার করেন। হামলাকারীরা তাকে মেরে ফেলারও হুমকি দেয়। আমরা এখন খুব ভয় পাচ্ছি।
আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
এসিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন যুবক ও একজন নারী মিলে নিরুপম পালকে এলোপাতাড়ি মারধর করছেন। তিনি হাত দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে অনবরত মারতে থাকে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে হামলাকারীদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়, কিন্তু হামলাকারীরা তাকে মারতেই থাকে।
পুলিশ এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আরও তদন্ত চলছে।
স্থানীয় বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র বলেন, আবাসিক এলাকায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আমরা সবাই ওই শিক্ষকের পাশে আছি। এ ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। আগে আমরা রাতে সব এলাকায় নজরদারি চালাতাম। স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে কথা বলে আমরা আবার সেই প্রথা চালু করবো। এ ধরনের সহ্য করা যাবে না।
Comments
Post a Comment