ভারতে আওয়ামী লীগের কার্যালয় নিয়ে উদ্বেগ ঢাকার, যা বলছে নয়াদিল্লি

 



বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এবার প্রতিবেশী দেশ ভারতে দলীয় ঘাঁটি গড়তে উদ্যোগী হয়েছে আওয়ামী লীগ। শুরুতে নেতারা নিজেদের বাড়ি বা ছোট ভেন্যুতে বৈঠক করলেও এখন কলকাতায় আনুষ্ঠানিকভাবে পার্টি অফিস চালু করেছে দলটি। সেখানে থেকেই কার্যক্রম চালাচ্ছে বলে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে।

এ খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ জানিয়েছে ঢাকা। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামিরা প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে অবিলম্বে কলকাতায় খোলা আওয়ামী লীগের অফিস বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এরপর ভারতের পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসে। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের জানা মতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। ভারতের মাটিতে থেকে বিদেশি স্বার্থবিরোধী রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ঢাকার বিবৃতি অযাচিত। একইসঙ্গে ভারত আশা করছে বাংলাদেশে জনগণের ম্যান্ডেট প্রতিফলিত করে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য