হচেষ্টা মামলায় ডাকসু ভিপি কারাগারে

 



হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে জালাল আহমদের বিরুদ্ধে ঢাবি প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টার এ মামলাটি করে।


গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হক নামে এক শিক্ষার্থীকে জালাল ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।



আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন। রাত সাড়ে ১২টার দিকে আসামি জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে।


এতে ভিকটিম রবিউলের ঘুম ভেঙে যায়। ভুক্তভোগী সকালে লাইব্রেরিতে যেতে হবে বলে অযথা শব্দ করতে নিষেধ করেন। এতে আসামি রেগে গিয়ে ভুক্তভোগীকে অবৈধ ও বহিরাগত বলে গালাগালি করে। এর প্রতিবাদ করলে ভুক্তভোগীকে আঘাত করেন জালাল।


জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী। আর আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী। ইউএনবি

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য