অভিনেত্রীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার গহনা উধাও




বলিউডের বিতর্কিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা দ্য ফ্রি প্রেস জার্নাল।


খুশি মুখার্জির অভিযোগ অনুযায়ী, তার বাড়ি থেকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা) মূল্যের গহনা উধাও হয়েছে। 


দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবদেন বলা হয়, এই উধাওয়ের ঘটনায় সন্দেহের তীর বাড়ির পরিচারিকার দিকেই, যিনি ঘটনার পর থেকেই পলাতক।


প্রাক্তন স্প্লিটভিলা প্রতিযোগী খুশি বলেন, নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা ভীষণ কষ্টের। গহনা হারানোর চেয়েও বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা আর বিশ্বাস হারিয়ে যাওয়া। 


হঠাৎ এই ঘটনার পর ভেঙে পড়েছেন জানিয়ে বাঙালি এই অভিনেত্রী বলেন, আইনগতভাবে কঠোর পদক্ষেপ নিয়েছি। খুব শিগগিরই পুলিশ তদন্ত শুরু করবে এবং পলাতক পরিচারিকাকে খুঁজে বের করার চেষ্টা করবে।


প্রসঙ্গত, কলকাতাজন খুশি মুখার্জি ২০১৩ সালে তামিল সিনেমা ‘অঞ্জল তুরাই’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর অভিনয় করেছেন তেলেগু ভাষার ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’ এবং হিন্দি সিনেমা ‘শ্রীনগর’-এ। তবে ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।


ব্যক্তিগত জীবনে সাহসী পোশাক ও খোলামেলা ভঙ্গিতে প্রায়ই শিরোনাম হন খুশি। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে তাকে সাহসী পোশাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা। পরে সেই ছবি ভাইরাল হলে তুমুল বিতর্ক শুরু হয়।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য