মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

 



গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।


যার কারণে মোবাইলের ডায়াল প্যাড বদলে গেছে অনেকের। আর যে কারণে অনেকেই চিন্তিত। এর কারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 


অনেকেই চিন্তিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, ‘কেন এমন হলো?’ কেউ কেউ ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হন। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও সমস্যায় পড়ছেন।


এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। গুগল মূলত দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর ফোন অ্যাপে নতুন পরিবর্তন এনেছে। মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ইন্টারফেস। এই ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ হলো গুগলের ডিজাইনে করা একটি নতুন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য ডিজাইন করা হয়েছে। রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এ জন্যই সবার মোবাইলের ডায়াল প্যাড বদলে গেছে। যাদের নতুন মোবাইল, তাদের সবার আগে আপডেট হয়েছে। 


গুগল ফোনের এই নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশা শুধু ফোনের অ্যাপেই সীমাবদ্ধ নয়। একই ডিজাইন এরই মধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই একই ধরনের অভিজ্ঞতা থাকবে।


তাই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য করণীয় দিকগুলো হলো:


ফোন রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।


ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন।


.আপডেট আনইনস্টল করলে আগের মতো চলে আসছে অনেকের।


.স্মার্টফোন আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে।


.ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।


. নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।


.নিজের ফোনের নিরাপত্তা নিশ্চিত করা।


.মোবাইল রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।


. তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য