লতিফ সিদ্দিকী গ্রেপ্তারে যা বললেন কাদের সিদ্দিকী




বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানস্থল থেকে ডিবি পুলিশের হেফাজতে থাকা সবার সসস্মানে মুক্তি চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর উত্তম কাদের সিদ্দিকী। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।


কাদের সিদ্দিকী বলেন, সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে ‘মব’ সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, সসম্মানে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে; তাহলে আমরা আইনিভাবে লড়বো।


কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেছেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি। কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছে দেশবাসী। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর স্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করিনি। আর যদি বলা যায়, আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার। 


কাদের সিদ্দিকী আরও বলেন, বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না- তেমনিভাবে লতিফ সিদ্দিকী জন্ম না হলে টাঙ্গাইল হতো না; আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা দরকার।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য