এশিয়া কাপের আগে সুখবর পেলেন মোস্তাফিজ
এশিয়া কাপ মিশন শুরু করার আগেই বাংলাদেশ দল পেল এক দারুণ অনুপ্রেরণার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নতুন তালিকায় তিনি অবস্থান করছেন ১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪১।
সংযুক্ত আরব আমিরাতেই বসছে এবারের এশিয়া কাপ। আগামীকাল হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তার আগেই পাওয়া এই সুখবর নিঃসন্দেহে দলকে উজ্জীবিত করবে।
সাম্প্রতিক নেদারল্যান্ডস সফরে বাংলাদেশ যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, সেখানে মোস্তাফিজ ছিলেন সেরা ছন্দে। মাত্র ৫.২৮ ইকোনমিতে দুই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। সেই পারফরম্যান্সই তাকে এগিয়ে দিয়েছে সর্বশেষ র্যাঙ্কিংয়ে।
অন্যদিকে পাকিস্তানি বোলারদেরও দেখা গেছে র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিতে। আবরার আহমেদ এগিয়েছেন ৩৯ ধাপ, এখন অবস্থান করছেন ২৭ নম্বরে। আর শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যাটট্রিকসহ ১০ উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজ উঠে এসেছেন ৩০ নম্বরে।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে অবশ্য সুখবর নেই সবার জন্য। রিশাদ হোসেন পিছিয়েছেন তিন ধাপ, নেমে গেছেন ২৪-এ। শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে, তানজিম হাসান সাকিব এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে এখন ৪৭-এ।
এশিয়া কাপের আগের দিন প্রকাশিত এই র্যাঙ্কিংয়েই বোঝা যাচ্ছে প্রতিযোগিতা কতটা কঠিন হতে চলেছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ–হংকং ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইতোমধ্যেই হংকংকে ৯৪ রানে হারিয়ে দারুণ শুরু করেছে আফগানিস্তান।
Comments
Post a Comment