উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে হঠাৎ শেখ মুজিব ও হাসিনার ছবি,

 



রংপুর বিভাগে দুই দিনের সফরে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সফরকালে প্রধান অতিথি হিসেবে একটি কর্মশালায় অংশ নেন তিনি। তার উপস্থিতিতেই ওই কর্মশালায় এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।


এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর।


‎রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় ঘটে এ ঘটনা। 


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ‎এসময় উপস্থিত ছিলেন।


ঘটনার প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরকম ঘটনা অনেক ঘটছে। আমরা মনে করি না, ফ্যাসিবাদ চলে গেছে; ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রতিফলন ঘটে। আমরা যখন যেটা টের পাই, তার বিষয়ে ব্যবস্থা নিই।


প্রাণি থেকে জেনেটিক রোগের মাধ্যমে মানুষের দেহে ছড়ানো মারাত্মক হতে পারে মন্তব্য করে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদ ও রোগমুক্ত প্রাণির মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে দেশে নানা রোগের ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে সরকার।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩