প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

 



প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন রাগাসা’ দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে ফিলিপাইন ও তাইওয়ানের কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।



ফিলিপাইনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে টাইফুনটি আঘাত হানতে পারে। ঝড়টি বর্তমানে দ্রুত বিস্তার লাভ করছে বলেও উল্লেখ করেছে তারা। ফিলিপাইনে এ ঘূর্ণিঝড়কে ‘নান্দো’ বলা হচ্ছে, আর আন্তর্জাতিকভাবে এর নাম ‘রাগাসা’।


রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, আর দমকা হাওয়ার বেগ পৌঁছায় ঘণ্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি।


ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে দেরি না করে অবিলম্বে সরিয়ে নিতে হবে।


এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলের হাউলিয়েন থেকে অন্তত ৩০০ মানুষকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে টাইফুনের গতিপথ ও শক্তি অনুযায়ী এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, আজ রাতেই স্থলভাগে টাইফুন সতর্কতা জারি হতে পারে এবং সোমবার ভোরের দিকে ঝড়টি সমুদ্রতীরবর্তী এলাকায় আঘাত হানতে পারে।


ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সুপার টাইফুনের কারণে মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, “আজ রাত থেকেই টাইফুনের প্রভাব অনুভূত হবে। তবে এর সবচেয়ে তীব্র প্রভাব পড়বে আগামীকাল সকাল ৮টার দিকে।”


রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আজ সেখানে দুর্নীতিবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সালাউদ্দীন আহমেদ আর নেই

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য