কালো জাদু হলে কীভাবে বুঝবেন ও বাঁচার উপায়

 



আমরা অনেক সময় এমন কিছু সমস্যার মুখোমুখি হই, যা চিকিৎসা বা সাধারণ উপায়ে বোঝা যায় না। এর মধ্যে অন্যতম হলো বদনজর এবং কালো জাদু। ইসলামে কালো জাদু গুরুতর গোনাহের মধ্যে পড়ে। নবীজী (সা.) হাদিসে জাদু বা ক্ষতি করার মতো কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।


অসুস্থ ব্যক্তি কোনো চিকিৎসায় কাজ না হওয়া।


অস্বাভাবিক আচরণ বা শরীরের সমস্যার বৃদ্ধি।


ঘুমের ব্যাঘাত বা অতিরিক্ত ঘুম।


খাবারের অস্বাভাবিক বৃদ্ধি।


হঠাৎ বা অস্বাভাবিক উচ্চতা বা ভারসাম্যের সমস্যা।


প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ মতে, কালো জাদুর সম্ভাব্য ৫টি লক্ষণ হলো:


কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫টি দোয়া ও আমল:


১. বিসমিল্লাহিল্লাজি…

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা-ইয়াদুররু মাআস্‌মিহি শাইয়্যিন ফিল আরদি ওয়ালা ফিস-সামায়ি ওয়া-হুয়াস-সামিউল আলিম।

অর্থ: আমি আল্লাহর নাম নিচ্ছি। জমিন ও আসমানের কোনোকিছুই ক্ষতি করতে পারবে না।


২. আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি…

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিনশাররি মা খালাকা।

অর্থ: আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে যা সৃষ্টি করেছেন, তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি।


৩. বিসমিল্লাহি আরক্বিকা…

উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বিকা মিন কুল্লি শাইয়্যিন ইয়্যুজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হা-সিদিন, আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক্বিকা।

অর্থ: আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়-ফুঁক করছি, সকল কষ্টদায়ক বিষয় থেকে, ঈর্ষাপরায়ণ চক্ষুর ক্ষতি থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন।

৪. সুরা ফালাক ও নাস

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ইখলাস, ফালাক ও নাস তিনবার করে পাঠ করলে কালো জাদুর প্রভাব কমে।


৫. সুরা ফাতিহা (সুরা শিফা)

এটি আরোগ্য লাভের জন্য বিশেষভাবে উপকারী।


এই দোয়া ও আমল নিয়মিত অনুসরণ করলে কালো জাদুর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে আলেমরা মনে করেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সালাউদ্দীন আহমেদ আর নেই

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য