ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, যারা পাবেন
ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ব্যর্থ হওয়ায় ফেসবুক ক্ষতিপূরণ দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি শিকাগো জানিয়েছে, ইতোমধ্যেই কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পৌঁছাতে শুরু করেছে।
২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। এসব তথ্য রাজনৈতিক প্রচারণা ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহৃত হয়। এ ঘটনায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ ওঠে।
২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ফেসবুক ও ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে মেটা ৭২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে সমঝোতায় পৌঁছে।
ক্ষতিপূরণের টাকা পাবেন কেবল যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা। যাদের ২০০৭ সালের ২৪ মে থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় অ্যাকাউন্ট ছিল, তারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পেরেছেন। এমনকি এ সময় অ্যাকাউন্ট থাকলেও বর্তমানে বন্ধ থাকলে আবেদন করা সম্ভব ছিল। তবে বাংলাদেশসহ অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এই ক্ষতিপূরণের আওতায় পড়বেন না।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে একটি পয়েন্ট সিস্টেমে। প্রতি মাসের জন্য ব্যবহারকারীরা একটি পয়েন্ট পাবেন। যেমন, ১০ বছর ধরে ফেসবুক ব্যবহার করলে পাওয়া যাবে ১২০ পয়েন্ট। পয়েন্ট যত বেশি, ক্ষতিপূরণের অঙ্কও তত বেশি হবে।
অর্থ বিতরণ করা হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল, ভেনমো, ভার্চুয়াল প্রিপেইড মাস্টারকার্ড অথবা চেকের মাধ্যমে।
এই ক্ষতিপূরণ ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্ব কতটা বেশি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে ব্যবহারকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকেও আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
Comments
Post a Comment