ঢাকার বাইরে বিএনপির সবুজ সংকেত পেলেন যারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করতে অনানুষ্ঠানিকভাবে কাজ করছে বিএনপি। দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন এলাকায় গ্রহণযোগ্য প্রার্থীদের খুঁজে বের করেছেন মাঠ জরিপ এবং নেতাদের মতামত অনুযায়ী। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, আর কিছু আসনে যাচাই-বাছাই চলছে।
উত্তরাঞ্চলে পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা ও মাগুরা সহ বেশ কিছু আসনে প্রার্থীদের এলাকায় নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা অঞ্চলের প্রার্থীরাও দলের নির্দেশনায় মাঠে নামছেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সমকাল এই কয়েকটি আসনের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।
এছাড়া দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল ও পটুয়াখালী আসনের প্রার্থীরাও নির্বাচনী কাজ শুরু করেছেন। এছাড়া ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও দলের পক্ষ থেকে প্রার্থী মাঠে সক্রিয় হচ্ছেন।
দলীয় সূত্র জানিয়েছে, এই প্রক্রিয়ায় ছাত্রদলের প্রতিশ্রুতিশীল নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে এবং জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগ আসন ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এই প্রস্তুতি বিএনপির শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনে সুষ্ঠু ও ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে করছেন।
Comments
Post a Comment