বাংলাদেশ–পাকিস্তান: ১১ রানে হেরে বাংলাদেশের বিদায়, ভারত–পাকিস্তান ফাইনাল

 



অবশেষ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ফাইনাল!


‘সেমিফাইনাল’ হয়ে যাওয়া সুপার ফোরের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তাতে ৪১ বছরের ইতিহাসের প্রথমবার ভারত–পাকিস্তান ফাইনাল দেখতে যাচ্ছে এশিয়া কাপ। রোববার দুবাইয়েই ফাইনাল।


শেষ ওভারে ২৩ রান দরকার

১ ওভারে ২৩ রান নেওয়ার অবিশ্বাস্য কাজ কী করতে পারবেন মোস্তাফিজ ও রিশাদ! বল করছেন হারিস রউফ


১ম বল—লেগ বাই ১ রান


২য় বল—রিশাদ ৪ রান


৩য় বল—ডট


৪র্থ বল—রিশাদের ছক্কা!


৫ম বল—ডট


৬ষ্ঠ বল—ডট


৯ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ১৮ ওভারে ১০৩/৯


তানজিম হাসানকে বোল্ড করে বাংলাদেশের বিপদ বাড়িয়েছেন হারিস রউফ। ৯৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ। এরপর তাসকিন নেমেই চার মারলেও পরের বলেই বোল্ড হয়েছেন রউফের বলেই। ১০১ রানে ৯ উইকেট খোয়ানো বাংলাদেশকে ১ উইকেট হাতে নিয়ে শেষ ১২ বলে করতে হবে ৩৩ রান।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সালাউদ্দীন আহমেদ আর নেই

বাংলা ৬ সিনেমায় বাস্তবেই সহবাস করতে হয়েছে নায়ক-নায়িকার

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩