পাক-ভারত সীমান্তে ফের গোলাগুলি

 



দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে নেতাদের মধ্যে কথার লড়াই চলছিল, এবার সেই উত্তেজনা গড়িয়েছে সীমান্তে গোলাগুলিতে।



শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া গুলি বিনিময় চলে প্রায় এক ঘণ্টা। তবে এটি খুবই সীমিত পরিসরে ছিল এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি বলেও দাবি সেনাবাহিনীর। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।


প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে—মে মাসে—দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনারা। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে দিল্লি এই অভিযান শুরু করে। টানা চার দিন স্থায়ী ওই সামরিক উত্তেজনা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই শেষ হয়।



তবে এরপরও সীমান্তে ছোটখাটো গোলাগুলির খবর একাধিকবার উঠে এসেছে। গত ৫ আগস্টও কিছু গণমাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা প্রকাশিত হয়েছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সে দাবি অস্বীকার করে জানায়, পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি ভাঙার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সেনারা সেসময় এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল, যাচাই না করে এমন তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে।


সবশেষ নওগাম সেক্টরের গোলাগুলি আবারও প্রশ্ন তুলেছে—ভারত-পাক সীমান্তে শান্তি কতটা স্থায়ী হবে? বিশেষ করে পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সালাউদ্দীন আহমেদ আর নেই

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য