নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ৩

 



নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা। স্থানীয় সাংবাদিকরা আহত আইয়ুবকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। 


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা পিপিএম সেবা বলেন, ‘এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।’


উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া (৬২) নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইদন মিয়া (৬২) আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩