জেনে নিন কোন সময়ে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হবে ফেসবুক কনটেন্ট
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম বলতে প্রথমেই আসে ফেসবুকের নাম। সকাল থেকে রাত পর্যন্ত লাখো মানুষ খবর পড়া, ব্যবসার প্রচারণা কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তবে প্রায়ই ব্যবহারকারীদের অভিযোগ ‘পোস্ট দিয়েও ভিউ মিলছে না!’ অথচ অন্যদের কনটেন্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে ভিউ বা এনগেজমেন্ট পাওয়ার ক্ষেত্রে কনটেন্টের মানের পাশাপাশি সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি কখন পোস্ট করছেন এবং সে সময় আপনার বন্ধু বা ফলোয়াররা অনলাইনে সক্রিয় আছেন কি না এটি সরাসরি প্রভাব ফেলে পোস্টের রিচের ওপর।
গবেষণায় দেখা গেছে, সঠিক সময়ে পোস্ট করলে ভিউ, লাইক ও কমেন্ট কয়েকগুণ বেড়ে যায়। বিপরীতে অনুপযুক্ত সময়ে পোস্ট দিলে তা নিউজফিডের ভিড়ে চাপা পড়ে যায়।
নেটকম লার্নিংয়ের এআই প্রশিক্ষক ও ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ অমৃত মলঙ্গী কালবেলাকে জানান, ফলোয়ারদের অনলাইন সক্রিয়তার সময় বিবেচনায় নেওয়া একটি টেকনিক্যাল বিষয়। তবে ফেসবুকে এনগেজমেন্ট নির্ভর করে একাধিক ফ্যাক্টরের ওপর। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে, সন্ধ্যার পরের সময় এনগেজমেন্ট তুলনামূলকভাবে বেশি থাকে। তাই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ সময়টা কার্যকর হতে পারে।
তিনি আরও বলেন, ছোট পেজগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে পোস্ট করার বিষয়টি কিছুটা গুরুত্ব বহন করে। তবে মনে রাখতে হবে দিন শেষে ‘কনটেন্টই মূল শক্তি’। কনটেন্ট যত ভালো হবে, তার প্রভাব যেকোনো সময়েই পড়বে।
Comments
Post a Comment