বিনামূল্যে চাঁদে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, নিবন্ধন যেভাবে

 



চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা। এ জন্য অর্থও খরচ করতে হবে না। তবে নাসার পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস-২-তে আপনার নাম পাঠানো যাবে। যদিও সশরীরে চাঁদে যাওয়া সম্ভব নয়, তবে আপনার নাম ডিজিটাল আকারে একটি চিপে সংরক্ষণ করে মহাকাশযানে করে চাঁদের কাছাকাছি পাঠানো হবে। প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদে প্রথম মানববাহী অভিযান পরিচালনা করতে যাচ্ছে নাসা।


সেই অভিযানে বিশ্ববাসীকে প্রতীকী অংশগ্রহণের সুযোগ দিতেই এ উদ্যোগ। নাসার তথ্যমতে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে ‘ওরিয়ন’ মহাকাশযান চাঁদে পাঠানো হবে। এই অভিযানে চারজন নভোচারীর সঙ্গে লাখ লাখ মানুষের নাম সংবলিত একটি মেমোরি কার্ড চাঁদে পাঠানো হবে। যানটি চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনটি আর্টেমিস-৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আর্টেমিস-৩ মিশনেই নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যে কোনো দেশের ও যে কোনো বয়সের মানুষ নাসার চন্দ্রাভিযানের অংশ হতে পারবে।


আর্টেমিস-২ মিশনে নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে নাসার ওয়েবসাইটে প্রবেশ করে নাম, ই-মেইল ঠিকানা এবং পছন্দের ভাষায় (ইংরেজি বা স্প্যানিশ) লিখতে হবে। ফরম জমা দেওয়ার পর একটি স্বতন্ত্র ডিজিটাল বোর্ডিং পাস পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। নিবন্ধন করা নামটি একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করা হবে। সেই মেমোরি কার্ড চাঁদে নিয়ে যাবেন নভোচারীরা। ২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। 



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩