ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

 



ভারতের কয়েকজন ব্যবসায়ী এবং কর্পোরেট নেতার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।


দূতাবাস জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে মাদকদ্রব্য ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত প্রি-কর্সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে। মার্কিন দূতাবাসের বক্তব্য অনুযায়ী, ব্যবসায়িক নির্বাহী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করা হয়েছে যাতে বিপজ্জনক সিন্থেটিক মাদক থেকে আমেরিকানদের নিরাপদ রাখা যায়।


দূতাবাস আরও জানিয়েছে, অভিযুক্তরা এবং তাদের ঘনিষ্ঠ পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে অযোগ্য হতে পারেন। ফেন্টানিল তৈরির প্রি-কর্সার পাচারের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ভিসা আবেদন করার সময় কঠোর তদন্ত করা হচ্ছে।


এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কোম্পানি ও ব্যক্তিদের নাম প্রকাশ করতে পারছে না।


এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে দেয়া এক বার্তায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও চীনসহ ২৩টি দেশকে বড় মাদক উৎপাদক ও পাচারকেন্দ্র হিসেবে উল্লেখ করেন।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩