কিশোরের আত্মহত্যার মামলার পর টনক নড়ল চ্যাটজিপিটির

 



যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার মামলার পর ওপেনএআই চ্যাটজিপিটিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, চ্যাটজিপিটিতে প্রবেশের আগে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। প্রয়োজনে ব্যবহারকারীরা তাদের পরিচয়পত্র জমা দিতে বাধ্য থাকবেন।


১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির উত্তর ও প্রতিক্রিয়া আলাদা হবে। ওপেনএআইর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, কিশোরদের নিরাপত্তা আমাদের জন্য গোপনীয়তা ও স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ১৫ বছরের একজন ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া একজন প্রাপ্তবয়স্কের থেকে আলাদা হওয়া উচিত।


নতুন নিয়ম অনুযায়ী, কিশোরদের সঙ্গে যৌন বা প্রেমবিষয়ক আলোচনা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আত্মহত্যা বা নিজেকে আঘাত করার বিষয়ে সৃজনশীল গল্পেও সীমাবদ্ধতা থাকবে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী যদি আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে, চ্যাটজিপিটি প্রথমে অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে; তা ব্যর্থ হলে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


ওপেনএআই জানিয়েছে, দীর্ঘ কথোপকথনে নিরাপত্তা ব্যবস্থা কখনো ব্যর্থ হতে পারে। তাই সংস্থা আরও কঠোর কনটেন্ট নিয়ন্ত্রণ নেবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আলাদা অভিজ্ঞতা নিশ্চিত করা হবে, যেখানে যৌনতা বা প্রেমবিষয়ক কথোপকথনের অনুমোদন থাকবে।


অল্টম্যান আরও জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসাবেই বিবেচনা করতে হবে। একই সঙ্গে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যাতে কর্মীদের দৃষ্টিগোচর না হয়, তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩