বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

 



দেশজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলমান রয়েছে। এরই মাঝে নতুন সতর্কবার্তা দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানায় তারা।



বিডব্লিউওটি বলছে, রোববার রাত থেকে সোমবার রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।


বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এলাকাগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে। এসব স্থানে বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত লক্ষ করা যেতে পারে। প্রতি মিনিটে আশি থেকে ১০০টিরও বেশি বিদ্যুৎ চমক হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৫০টা পর্যন্ত বজ্রপাত হতে পারে, যা সতর্কতা অবলম্বন না করলে প্রাণনাশের কারণ হতে পারে।


বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিশেষভাবে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে সংস্থাটি। তারা বলেছে, বজ্রবৃষ্টির আলামত লক্ষ করা মাত্রই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩