সরকারি কর্মচারীদের ভাতা বাড়ল, কোন গ্রেডে কত টাকা?

 



সরকারি প্রশিক্ষণ কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড অনুযায়ী ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণরত কর্মচারীরা নতুন এ ভাতা পাবেVoice ন।



এর মধ্যে ৯ গ্রেড বা তার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থান কালীন পুনর্নির্ধারিত ভাতা ৮০০ টাকা। যা আগে ছিল ৬০০ টাকা। এই গ্রেডে ২০০ টাকা বাড়িয়েছে সরকার।


একই গ্রেডে মাঠসংযুক্তকালীন নতুন ভাতা হবে ১০০০ টাকা, যা আগে ছিল ৭০০ টাকা।


অন্যদিকে ১০ম বা তার নিচে কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা; আগে যা ছিল ৫০০ ও ৬০০ টাকা।


এর আগে গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করেছে সরকার। তখন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়েরই ভাতা বাড়ানো হয়।


প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়।


আর প্রশিক্ষকদের ভাতা বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত। এছাড়া গত জুলাই থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দিয়েছে সরকার। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’র ন্যূনতম পরিমাণ ১ হাজার ৫০০ টাকা, আর পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩